ডিএমপির পর এবার পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কার ঘোষণা

সংগৃহীত ছবি

ডিএমপির পর এবার পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির পর এবার হরতাল অবরোধকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাংচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে আরও জানানো হয়, হরতাল-অবরোধকারীদের বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এর আগে গতকাল সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একই ঘোষণা দিয়ে বলেন, চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা ও নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক