১ লাখ টন লবণ আমদানির অনুমতি 

সংগৃহীত ছবি

১ লাখ টন লবণ আমদানির অনুমতি 

অনলাইন ডেস্ক

আমদানি নিষিদ্ধ থাকার পরও শিল্প মন্ত্রনালয়ের আবেদনের প্রেক্ষিতে ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। কক্সবাজারে বন্যায় লবণ উৎপাদন কম হতে পারে এই আশঙ্কা থেকে আমদানির অনুমতি দেয়া হয়েছে।  

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।  

বানিজ্য সচিব বলেন, এ বছর কক্সবাজারে বন্যা হওয়ার ফলে লবণ উৎপাদন কিছুটা কম হওয়ার আশঙ্কা থেকে আমদানির অনুমতি দেয়া হয়েছে।

দেশে লবণের চাহিদা মোট ২০ লাখ মেট্রিক টন। ২৬৪টি প্রতিষ্ঠানকে এবার ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর