ডেঙ্গুতে মন্ত্রণালয় সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে মন্ত্রণালয় সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে এ বছর ডেঙ্গুতে নারীদের মৃত্যুহার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু এবার শুধু ঢাকা নয়, সারাদেশে ছড়িয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে চাইনিজ অ্যান্টি ডেঙ্গু উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন। এসময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় মন্ত্রী আরও বলেন, ৩ হাজার মানুষ ডেঙ্গুতে মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগের সুযোগ আছে চীনের। দেশটি থেকে ১০ লাখ টেস্ট কিট, ব্লাড সেপারেশন মেশিন, ফ্রিজিং, অটো হেমাটোলাইজার, ব্লাড ব্যাগ এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনও প্রতিদিন গড়ে ২ হাজার আক্রান্ত হচ্ছে গড়ে মারা যাচ্ছে ১০ জন। চিকিৎসা ও টেস্ট করতে দেরি করা হচ্ছে। বিশেষ করে মহিলাদের মৃত্যুর হার বেশি। এ বিষয়ে মহিলাদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেয়ার ব্যবস্থা করতে হবে। সিটি করপোরেশনকে বছরব্যাপী অভিযান চালাতে হবে।

এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যে ডেঙ্গুর প্রভাব তা কমাতে চাইনিজ অ্যান্টি ডেঙ্গু উপকরণ কাজে লাগবে। দুই দেশের সম্পর্কের জায়গা থেকে চীন বন্ধু দেশ হিসেবে ডেঙ্গু মোকাবেলায় এই সহায়তা করছে।

news24bd.tv/FA