‘ওয়ান্ডার বয়’ এনড্রিককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

সংগৃহীত ছবি

‘ওয়ান্ডার বয়’ এনড্রিককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

অনলাইন ডেস্ক

এন্দরিক ফেলিপে খেলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। এরইমধ্যে পায়ের জাদুতে বুঁদ করেছেন গোটা বিশ্বকে, সবকিছু ঠিক থাকলে সামনের বছর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। তার আগেই ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়ে গেলেন মাত্র ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন এনড্রিক।

বাংলাদেশ সময় ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

সর্বশেষ দুই ম্যাচে পালমেইরাসের হয়ে তিন গোল করা এনড্রিকের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বলেন, ‘তার মধ্যে অন্যতম সেরা প্রতিভা হওয়ার সম্ভাবনা আছে। জানি না সেটা (প্রতিভা) শেষ পর্যন্ত হবে কি না। তবে এটা কোনো চাপ নয়।

দলে ডাক পাওয়াটা তার জন্য পুরস্কার এবং ভবিষ্যতে কী হতে পারে সেটার রূপকল্প। বর্তমানে সে সেরা সময় কাটাচ্ছে, ব্রাজিলের বড় দলগুলোর বিপক্ষে খেলে নিজেকে আলাদা করে চেনাতে পেরেছে। ’

এবারের মৌসুমে পালমেইরাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেছেন এনড্রিক।

এনড্রিক ছাড়াও ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড এফসি পোর্তোর পেপে এবং ব্রাইটনের জোয়াও পেদ্রো। টটেনহামে খেলা রিচার্লিসন এবং উলভারহ্যাম্পটনের খেলা ম্যাথিউস কুনিয়া বাদ পড়েছেন। বাঁ হাঁটুতে চোট পাওয়া নেইমারও নেই কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের দলে।

ব্রাজিলের ১৭ নভেম্বরের ম্যাচটি কলম্বিয়ার মাঠে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

গতকাল সোমবার দল ঘোষণার দিন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আরও জানিয়েছে, ২০২৪ সালের ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড 
গোলরক্ষক : আলিসন বেকার, এডারসন, লুকাস পেরি।  
ডিফেন্ডার : ব্রেমার, গাব্রিয়েল মাগালেস, মার্কুইনোস, নিনো।
ফুলব্যাক : কার্লোস অগাস্তো, এমারসন রয়্যাল, রেনান লোদি।  
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্তন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।
আক্রমণ : এনড্রিক, গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল মার্টিনেলি, জোয়াও পেদ্রো, পাওলিনিয়ো, পেপে, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।

news24bd.tv/SHS