যা যা থাকছে অবরোধ কর্মসূচির আওতায়

সংগৃহীত ছবি

যা যা থাকছে অবরোধ কর্মসূচির আওতায়

অনলাইন ডেস্ক

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে আবারো দুদিনের (বুধ ও বৃহস্পতিবার) সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বুধবার ও বৃহস্পবার  সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে এই অবরোধের আওতামুক্ত থাকবে গণমাধ্যমের গাড়ি। এছাড়া অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার পরিবহনের গাড়িও অবরোধের বাইরে থাকবে।

গতকাল বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আট ও নয়ই নভেম্বর সর্বাত্মক অবরোধের এই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।  জকের এক দিন বিরতি দিয়ে দেয়া এই অবরোধ বুধবার সকাল ছয়টা থেকে কার্যকর হবে।

এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামে যাত্রীবাহী বাসসহ অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
news24bd.tv/Aa