ইসরায়েলে বেসামরিক হত্যার কথা অস্বীকার করলো হামাস

ছবি: বিবিসি।

ইসরায়েলে বেসামরিক হত্যার কথা অস্বীকার করলো হামাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক সংবাদ মাধ্যমে এ দাবি করেন।

বিবিসিতে মারজুক বলেন, হামাস শুধুমাত্র সামরিক ব্যক্তি ও স্থাপনা লক্ষ্য করেছিলো হয়েছিল। তিনি বলেন, হামাসের হামলা থেকে নারী, শিশু এবং বেসামরিক নাগরিকদের আলাদা রাখা হয়েছে।

মারজুকের দাবি, হামাসের লোকেরা নিরস্ত্র প্রাপ্তবয়স্ক এবং শিশুদের গুলি করা থেকে বিরত ছিলো। এটা তাদের নিয়ম বিরোধী।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত মাসে ইসরাইল অভিযান শুরু করার পর থেকে ১০,০০০ মানুষ নিহত হয়েছে।

মারজুক বলেন, 'আমরা আটক ইসরায়েলিদের ছেড়ে দেব।

কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে। '

news24bd.tv/FA

এই রকম আরও টপিক