কোকাকোলা–নেসলে পণ্য বয়কট

কোকাকোলা–নেসলে পণ্য বয়কট

অনলাইন ডেস্ক

বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ হলো তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গণের সব দোকানে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুর্কি পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলকে সমর্থন দেওয়ায় পার্লামেন্ট প্রাঙ্গণের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে দুই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির নাম জানানো হয়নি। তবে পার্লামেন্টের একটি সূত্রের মাধ্যমে রয়টার্স জেনেছে, প্রতিষ্ঠান দুটি হলো কোকাকোলা ও নেসলে। খাদ্যতালিকা থেকে কোকাকোলার পানীয় ও নেসলের কফি বাদ পড়েছে।

রয়টার্স বলছে, জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনের এ সিদ্ধান্ত নিল।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক