ইসির সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক চলছে

নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক শুরু

ইসির সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক চলছে

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

বিকল্পধারার মহাস‌চিব মেজর (অব.) অাবদুল মান্না‌নের নেতৃ‌ত্বে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে পূর্ণ কমিশন উপস্থিত আছেন। বৈঠ‌কে যুক্তফ্রন্টের উপস্থিত আছেন বাংলা‌দেশ ন্যা‌পের চেয়ারমান জে‌বেল রহমান গা‌নি, ‌বিকল্পধারার প্রে‌সি‌ডিয়াম সদস্য গোলাম সা‌রোয়ার মিলন,  মযহারুল হক শাহ চৌধুরী, ইউনাই‌টেড মাইন‌রি‌টি ফ্র‌ন্টের সভাপ‌তি দী‌লিপ কুমার দাশ, বিকল্পধারার সাংগঠ‌নিক সম্পাদক ব্যা‌রিস্টার ওমর ফারুক ও বিকল্পধারার সহ-সভাপ‌তি প্যা‌নে‌লের সদস্য মাহমুদা চৌধুরী।

মঙ্গলবার বিকেল ৪টার পর বৈঠক শুরু হয়।

যুক্তফ্রন্ট বেশ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে- অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করবে; নির্বাচন তফসিল অকারণ বিলম্ব করা যাবে না; নির্বাচন নিয়ে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করতে হবে; সরকার বা অন্য কোন জোটের চাপে নির্বাচন কমিশন মাথা নত করবে না; নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কর্মচারীদের নির্বাচন কমিশনের অধীনস্ত করতে হবে; তফসিল ঘোষণার পর এমপিরা কোন এলাকায় প্রকল্প উদ্বোধন বা প্রতিশ্রুতি প্রদান যাতে না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে; মন্ত্রী ও এমপিদের সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করতে হবে; সরকারি দলের প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অবিলম্বে অপসারণ করতে হবে ইত্যাদি।

সম্পর্কিত খবর