অবরোধের প্রথম দিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে 

সংগৃহীত ছবি

অবরোধের প্রথম দিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে 

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে। কিছুটা শিথিলতা ফিরেছে জনজীবনে।  ছেড়েছে দূরপাল্লার পরিবহনও।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর নতুন বাজার, বাড্ডা, মহাখালীসহ বেশিরভাগ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।

বেড়েছে লোকাল সার্ভিসের বাসের সংখ্যাও। দিনের শুরুতে অবরোধের সমর্থনে নগরীর কোথাও মিছিল করতে দেখা যায়নি বিএনপি ও জামায়াতকে৷ ফলে আতঙ্ক কমেছে জনজীবনে। এছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে।

একইচিত্র সিএনজি ও পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে দেখা গেছে।

 লেগুনা অটো-রিকশাসহ অন্যান্য যানবাহনও বেড়েছে অন্যান্য দিনের তুলনায়। সকাল থেকেই গাবতলি সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়েছে বেশকিছু দূর পাল্লার পরিবহন।

এদিকে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‍্যাব ও অন্যান্য বাহিনী। ফলে স্বস্তি ফিরেছে অফিস কর্মী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক