'আগামী নির্বাচনের সকল আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি'

ফাইল ছবি

'আগামী নির্বাচনের সকল আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি'

তাসলিমুল তওহিদ

তৃণমূল বিএনপি আগামী নির্বাচনের সকল আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। তৃণমূল বিএনপি জ্বালাও-পোড়াও এবং লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান তিনি।

আজ বুধবার তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, নির্বাচনমুখি দল হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে চায়।

তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে।

দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, দলের পরিচয় দেখে কাউকে গ্রেপ্তার করা উচিত নয়, নাশকতার সাথে জড়িতদের গ্রেপ্তার  করতে হবে।

তৃণমূল বিএনপি জনগণের দল দাবি করে মহাসচিব বলেন, এটা কোন ব্যক্তি বা প্রাইভেট দলে পরিণত হবে না।

এ সময় বিভিন্ন জেলা থেকে কয়েকশ' নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে বলে জানানো হয়।

তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন যারা। তাদের মধ্যে_

১. সিরাজুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ।
২. এডভোকেট মাহবুব হাসান তুষার, গাজীপুর ।
৩. শরিফুজ্জামান, টাঙ্গাইল, আওয়ামী লীগ পরিবারের বলে দাবি।
৪. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, যশোরের অভয়নগর থেকে এসেছে, জাতীয় পার্টি থেকে এসে জয়েন করেছে।
৫. মোঃ শহিদুল ইসলাম, 
৬. মোহাম্মদ মাইনুদ্দিন, কুমিল্লা ২, মহাসচিব পল্লী উন্নয়ন পার্টি।
৭. আবুল কালাম আজাদ সাইফুদ্দিন, শিক্ষক, নীলফামারী, বিএনপির সমর্থক।
৮. সুমন মন্ডল, বগুড়া সদর, ব্যবসায়ী, বিএনপি সমর্থক।  
৯. আবু রায়হান, বগুড়া সদর, বিএনপি সমর্থক।
১০. সাজিদ খান, নারায়ণগঞ্জ, দলিল লেখক,
১১. লস্কর হারুনা রশিদ, ঝালকাঠি 
১২. শাহাদত চৌধুরী, চট্টগ্রাম, 
১৩. সন্তোষ শর্মা, চট্টগ্রাম, সাবেক ছাত্রলীগ নেতা
১৪. মোহাম্মদ জাহিদ উদ্দিন, পটুয়াখালী, 
১৫. সৈয়দ আহমেদ, নোয়াখালী ১, গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন 
১৬. মোঃ শাহ আলম, কক্সবাজার ১, আওয়ামী লীগ পরিবারের বলে দাবি
১৭. খায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন।
১৮. চার্লস বৌদ্ধ গোপালগঞ্জ ১
১৯.  অপু বৌদ্ধ, টাকা ১৭ এর আগে কোন দল করতেন না।
২০. ডাক্তার আইভী, আগে জাতীয় পার্টি করতেন।
২১. মোহাম্মদ আলী, নেত্রকোনা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যা ছিলেন
২২. মুজিবুর রহমান খান, নেত্রকোনা ৫
২৩. হাফিজুল ইসলাম, খুলনা ৬
২৪. আবুল বাশার, বাগেরহাট ৪, ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন
২৫. শেখ শাহিন মাওলা, মানিকগঞ্জ, সমাজসেবক বলে দাবি করেছেন। তার সংগঠনের নাম জাগো বাংলাদেশ।  
২৬. মোঃ এনায়েতুল ইসলাম, পটুয়াখালী, 
২৭. মোঃ মোশারফ জয়পুরহাট, 
২৮. আব্দুল মোতালেব, নওগাঁ
২৯. নাজিম উদ্দিন খান, খুলনা
৩০. মাসুম বিল্লাহ, জয়পুরহাট
৩১. নাজমুল শিকদার 
৩২. শাহাদাত হোসেন মাসুম, নরসিংদী
৩৩. আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম
৩৪. মোঃ শওকত 

news24bd.tv/TR