হাইস্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে জখম 

সংগৃহীত ছবি

হাইস্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে জখম 

নোয়াখালী প্রতিনিধি

পারিবারিক বিরোধ ও স্ত্রীকে ডিভোর্স দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়নের চৌকিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে (৩৫) পিটিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ বাংলা বাজার থেকে আহত শিক্ষককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।

এ ঘটনায় বুধবার সকালে সুধারাম থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।  

এদিকে ওই স্কুলের শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তারা বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করেছেন।  

হাসপাতালে আহত প্রধান শিক্ষক জামাল জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী কুলসুমকে নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স দিয়েছি।

এ ঘটনার জের ধরে স্ত্রীর ভাই কামালের নের্তৃত্বে হেলাল ও জামালসহ সন্ত্রাসীরা তাকে পিটিয়েছে।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক