বাজার নিয়ন্ত্রণের বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

বাজার নিয়ন্ত্রণের বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাজার নিয়ন্ত্রণের বার্তা দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে এক শ্রেণির ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নিচ্ছে।

তিনি বলেন, আমদানি করে হলেও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শিগগিরই সংকট কেটে যাবে বলেও জানান তিনি।

এসময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মালিবাগে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন বাণিজ্যমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নুর তাপস।

এসময় মেয়র বলেন, বাজারকে একটি সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করা ফেলা হচ্ছে।

একটি কুচক্রী মহল আলু, পেঁয়াজ, ডিমের মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি করছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক