দৌলতপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সংগৃহীত ছবি

দৌলতপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

বিএনপি ডাকা দেশবিরোধী অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকাল ৫টায় দৌলতপুরের মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে জনমানুষের ঢল নামে। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্।  

তিনি বলেন, আওয়ামী লীগ কচুর পাতার পানি নয়, নয় আলোকলতা যে ঠেলা দিয়ে ফেলে দেবেন।

যতদিন জনগণ সমর্থন দেবে ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। ভোটে হেরে গেলে সসম্মানে ক্ষমতা ছেড়ে বিরোধী দলের আসনে বসে যাবেন শেখ হাসিনা। কিন্তু অন্যায়ভাবে দেশি-বিদেশি কোন ক্ষমতা আওয়ামী লীগকে সরাতে পারবে না। বাদশাহ এমপি বলেন- বিএনপি-জামায়াতের সকল সহিংসতা মোকাবেলা করার জন্য এ বিপুল জনউপস্থিতিই যথেষ্ট।
 

আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে যেসব স্থানীয় নেতা লাফালাফি করছেন তাদেরকে নেতাকর্মীরা ছেড়ে দেবেন না বলে হুশিয়ারি দেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি শেলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের লাগাতার অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, সাংবাদিকের ওপর হামলাসহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এ শান্তি সমাবেশ থেকে। স্মার্ট বাংলাদেশ গড়তে একতাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

news24bd.tv/কেআই