তাজিকিস্তানে নতুন ভারতীয় দূত রাজেশ উইকে

সংগৃহীত ছবি

তাজিকিস্তানে নতুন ভারতীয় দূত রাজেশ উইকে

অনলাইন ডেস্ক

তাজিকিস্তান প্রজাতন্ত্রে নতুন ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির আইএফএস কর্মকর্তা রাজেশ উইকে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

রাজেশ উইকে ২০০৬ ব্যাচের একজন আইএফএস কর্মকর্তা। এমইএ অনুযায়ী রাজেশ উইকে বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিগগিরই তিনি তাজিকিস্তানের দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রেস বিবৃতিতে এমইএ জানায়, এর আগে তাজিকিস্তানে ভারতের দূত ছিলেন ১৯৯৭ ব্যাচের আইএফএস কর্মকর্তা ভিরাজ সিং। যিনি ২০১৯ সালে তাজিকিস্তানে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হন।

এমইএ জানিয়েছে, ভারত ও তাজিকিস্তানের সম্পর্ক ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ এবং সৌহার্দ্যপূর্ণ।

১৯৯২ সালের ২৮ আগস্ট এ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ-স্তরের সফল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

এতে বলা হয়, দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। যা দিনে দিনে নতুন মাত্রায় প্রসারিত হচ্ছে। দুই দেশের মধ্যে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নানা ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক