চট্টগ্রামে ইয়াবার মামলায় যুবকের কারাদণ্ড 

প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবার মামলায় যুবকের কারাদণ্ড 

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আট বছর আগে নগরের ইপিজেড থানার ইয়াবার মামলায় মো.সবুজ (৩২) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

আসামি মো.সবুজ ভূজপুর থানার দাঁতমারা নতুন পাড়ার মানিক মিয়ার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।

জানা যায়, ২০১৫ সালের ২১ জুন নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো.সবুজকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় সবুজ আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।

news24bd.tv/কেআই