অবরোধের মধ্যে তীব্র আন্দোলনের ডাক দিলেন নূর

নুরুল হক নুর

অবরোধের মধ্যে তীব্র আন্দোলনের ডাক দিলেন নূর

অনলাইন ডেস্ক

অবরোধের মধ্যে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। সরকার যেন জনগণের দাবির প্রতি কর্ণপাত করে। অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতা তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

সমঝোতা না করে তফসিল হলে আন্দোলন আরও তীব্র হবে। ’ 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টনে অবরোধের সমর্থনে এক মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

সমর্থকদের উদ্দেশে নূর বলেন, পুলিশের গুলি উপেক্ষা করে এভাবে রাজপথে নামতে পারলে শেখ হাসিনার পতন অনিবার্য। আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।

গাড়ি যেন না চলে— রেল যেন না চলে। আন্দোলন হবে আরও কঠোর।  

নুর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্রের স্বার্থে ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপানারা এই রাজনতিক কর্মসূচি পালন করুন।  

সিইসির উদ্দেশে তিনি বলেন, আপনি বিপদ ডেকে আনবেন না। অনতিবিলম্বে পদত্যাগ করেন। ১৪ ও ১৮ তে পার পেয়েছে। এবার সবাইকে একত্রে রাস্তায় গামছা লাগানো হবে। আমরা দেখে নেবো, আপনার কোথায় থাকেন। দালালি ছেড়ে পদত্যাগ করুন। প্রেক্ষাপট ভিন্ন হবে। আন্দোলন চলবে। ’

news24bd.tv/আইএএম