‘২৮ অক্টোবর কে আগুন দেবে, কে পিকেটিং করবে— সবকিছু ভাগ করা ছিল’

সংগৃহীত ছবি

‘২৮ অক্টোবর কে আগুন দেবে, কে পিকেটিং করবে— সবকিছু ভাগ করা ছিল’

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবরের নাশকতার ঘটনা বিএনপির পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশের সময় জ্বালাও-পোড়াও ঘটনায় ৩৯ লাখ টাকার সিসিটিভি ভাঙা হয়েছে।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে।

এ ছাড়া একজন গাড়িচালক বোমা বিস্ফোরণে নিহত হন। পরে তাকে যুবদলের নেতা হিসেবে প্রচার করা হয়েছে। কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়ে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা ছিল। ২৮ অক্টোবরের ঘটনা বিএনপির কেন্দ্রীয় নেতারা আগেই জানতো।
আটককৃত নেতারা জানিয়েছেন, নেতাকর্মীদের মধ্যে কারা বাসে আগুন দেবে, কারা পিকেটিং করবে, কারা সমাবেশে থাকবে— সবকিছুই ভাগ করা ছিল। এছাড়া জো বাইডেনের উপদেষ্টা নাটক সাজানো হবে— সবই পরিকল্পিত ছিল।  

news24bd.tv/আইএএম