বিএসটিআই এর মোড়ক লাগিয়ে প্রতারণা, জরিমানা

বিএসটিআই এর মোড়ক লাগিয়ে প্রতারণা, জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিএসটিআইএর নকল মোড়ক লাগিয়ে বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মেসার্স জারা এন্টারপ্রাইজের মালিক জলিল হাওলাদারকে অবৈধভাবে পণ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বাগেরহাটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, মেসার্স জারা এন্টারপ্রাইজ বিএসটিআইয়ের স্টিকার লাগিয়ে নকল ফগ বডি স্প্রে, সাইবা বিউটি ক্রিম, রেইন এক্সরে, স্পানিশ অলিভ অয়েল, আমলকি হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি ও মজুদ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।

এসময় জব্দ করা বিপুল পরিমাণ নকল সিল ও স্টিকার স্পটে ধ্বংস করা হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক