ঝিনাইদহে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

ঝিনাইদহে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়ার পাশাপাশি জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭৪ জন রোগী ভর্তি রয়েছে। ৪০ শয্যার বিপরীতে কয়েকগুণ রোগী বেশি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

এদিকে হাসপাতালে বেড সংকটের কারণে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। আর রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ অবস্থায় আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে শিশুদের শীত জনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. আনোয়ারুল ইসলাম জানান, কখনও ঠান্ডা আবার কখনও গরম।

এতে করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

তিনি জানান, এটি একটি ভাইরাস জনিত রোগ হতে পারে। তবে ২৫০ শয্যা সদর হাসপাতালে বুধবার ৫৩ জন ও বৃহস্পতিবার ১৭৪জন রোগী ভর্তি হয়েছে। এরকম বিপুল সংখ্যক শিশু রোগীর সেবার রয়েছে দুইজন নার্স ও একজন ডাক্তার আমি নিজেই। আমরা এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসা উচিত।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক