কর্মী ভিসায় জাপান যাবার সুযোগ বাড়ছে

ছবি সংগৃহীত

কর্মী ভিসায় জাপান যাবার সুযোগ বাড়ছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাপানে যেসব জায়গায় লোকবল দরকার ওই সব এলাকায় তালিকা করছে সরকার। বিদেশি কর্মী নিয়োগের জন্য অভিবাসন নিয়ম-নীতি শিথিল করে ইতিমধ্যেই একটি খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা ৷ এর ফলে বিদেশি কর্মীরা দেশটিতে স্থায়ীভাবে থাকার সুযোগও পাবেন৷

শুক্রবার প্রধানমন্ত্রী সিনজো আবের মন্ত্রিসভা এই খসড়া আইন অনুমোদন করা হয়৷ খসড়া আইনটি এখন পার্লামেন্টে পাস হয়নি৷ জাপান তাদের ‘জাতিগত একতা’ নীতির কারণে এতদিন বিদেশি কর্মীদের স্থায়ীভাবে থাকতে দেয়ার বিরুদ্ধে ছিল৷ কিন্তু ক্রমবর্ধমান বয়স্ক মানুষের সংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ায় সেই নীতি থেকে পিছু হঠতে হচ্ছে তাদের৷

নতুন আইনে দু’ ধরনের ভিসা ক্যাটাগরি তৈরি করা হচ্ছে৷ কৃষি, হোটেলের নির্মাণকাজ, হাসপাতালে সেবিকার কাজ- এসব খাতে ‘ব্লু কলার ওয়ার্কার’ আনা যাবে৷ অন্তত ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেয়া হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ প্রথম ক্যাটাগরিতে যাঁদের ভিসা দেয়া হবে, তাঁদের সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে৷ তবে পাঁচ বছরের আগে তাঁরা পরিবার আনতে পারবেন না৷ আর দ্বিতীয় ক্যাটাগরিতে তাঁদেরই সুযোগ দেয়া হবে, যাঁরা উচ্চ দক্ষতাসম্পন্ন৷ তাঁরা শুরু থেকেই পরিবার নিয়ে জাপানে বসবাস করার অনুমতি পাবেন৷

টোকিও অভিবাসন ব্যুরোর সাবেক প্রধান হিদেনরি সাকানাকা বলেন, অভিবাসন নীতিতে এটা বড় ধরনের একটা পরিবর্তন৷ তবে প্রধানমন্ত্রী সিনজো আবে বলেছেন, অভিবাসন আইনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না৷


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর