কঠিন সমীকরণে পাকিস্তান, কত রানে জিতলে খেলবে সেমিফাইনাল?

সংগৃহীত ছবি

কঠিন সমীকরণে পাকিস্তান, কত রানে জিতলে খেলবে সেমিফাইনাল?

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে আজ লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। ১৬০ বলে হাতে রেখে পাওয়া এ জয়ে নেট রানরেট (০.৯২২) সমৃদ্ধও করেছে কেন উইলিয়ামসনের দল।  

এ জয়ে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে নিউজিল্যান্ড।

সমান ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান আছে যথাক্রমে পাঁচে ও ছয়ে। শেষ ম্যাচ জিতলে এ দল দুটির সামনে আছে সেমি খেলার সুযোগ। তবে নেট রানরেটের হিসাব বলছে, সেই সমীকরণ মেলানো আকাশ-কুসুম কল্পনা ব্যতীত কিছুই নয়।  

রাউন্ড রবিন লিগে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে।

সেমিতে ওঠার জন্য জয় বিকল্প কোনো পথ খোলা নেই বাবর আজমের দলের সামনে। তবে জিতলেও নেট রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে থাকায় সেমি খেলার কোনো সম্ভাবনাই নেই পাকিস্তানের।  

সমীকরণ বলছে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হবে পাকিস্তানকে। আর পরে ব্যাটিং করলে এই ইংল্যান্ডকে যদি ১৫০ রানেও আটকে রাখেন শাহীন-রউফরা, সেই রান বাবর-রিজওয়ানদের তাড়া করতে হবে ৩.৪ ওভার অর্থাৎ, ২২ বলে। তবেই কেবল নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শেষ চারের টিকিট কাটতে পারবে পাক দল।  যা আদৌতে কোনো জাদুবলেও সম্ভব নয়।  

পাকিস্তানের চেয়েও কঠিন সমীকরণ আফগানিস্তানের সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিততে তো হবেই, এরপর পাকিস্তানের চেয়েও কঠিন অঙ্ক মেলাতে হবে রশিদ-নবীদের।

news24bd.tv/SHS