ঘূর্ণিঝড় ও বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ও বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়, সেই সঙ্গে তাপমাত্রা বেড়ে হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৭ নভেম্বরের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে।

লঘুচাপ হলে তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে এখনই এত তাড়াতাড়ি তা নিশ্চিত করে বলা যায় না। লঘুচাপ হলে এর প্রভাবে তাপমাত্রাও বাড়বে। ’

দেশের জলবায়ু উপাত্ত বিশ্লেষণ করে ১ নভেম্বর আবহাওয়া অফিস চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছিল, এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ইতিহাস ও জলবায়ু বিবেচনায় নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হতে পারে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। শনি ও রোববারও প্রায় একই রকম পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক