বাংলাদেশে সরকার বিরোধীদের ধরপাকড়, যা বললো ভারত 

অরিন্দম বাগচি

বাংলাদেশে সরকার বিরোধীদের ধরপাকড়, যা বললো ভারত 

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সরকার বিরোধীদের ধরপাকড় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কথা বলবে না বলে  জানান তিনি।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।  

তিনি বলেন, বাংলাদেশের জনগণই তাদের বিষয় ঠিক করবে।

শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন থাকবে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাওয়া হয়। এ ব্যাপারে অরিন্দম বাগচি বলেন, বিরোধীদের দমন, নেতাদের গ্রেপ্তার, জেলে ঢোকানো—এসব মন্তব্য তার নয়। এগুলো প্রশ্নকারীর।

তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।

অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশের জনতাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তবে ভারত সে দেশের একটি ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। সেই হিসেবে সে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যকে ভারত সমর্থন জানিয়ে যাবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক