বেড়েছে চাল-ডাল-চিনির দাম, সবজির বাজার নিম্নমুখী

সংগৃহীত ছবি

বেড়েছে চাল-ডাল-চিনির দাম, সবজির বাজার নিম্নমুখী

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে নতুন করে চালের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মোটা দুধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৮ টাকা করে।  নতুন করে চিনি ও ডালের দামও বেড়েছে। আলু ও পেঁয়াজের দামও রয়েছে ঊর্ধ্বমুখী।

তবে, বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে।  

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে প্রতিনিয়ত হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষকে। খরচের লাগাম টানতে ক্রমশই ছোট হচ্ছে মধ্যবিত্তের বাজারের ব্যাগ।  

বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নতুন করে বাড়তে শুরু করেছে সব ধরনের চালের দাম।

বিশেষ করে মোটা চালের দাম ৫ থেকে ৮ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে।  

আমদানিসহ সরকারের নানা পদক্ষেপের এখনো পেঁয়াজ ও আলু বাজারে রয়েছে অস্থিরতা। বাজরে ভারতীয় নতুন আলু এলেও দামে খুব একটা প্রভাব পড়েনি। বেড়েছে চিনি ও ডালের দামও।

মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম। সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। তবে কিছু সবজির দাম এখনো লাগামহীন।

মাছের সরবরাহ বাড়লেও তুলনামূলক দাম কমেনি। মুরগি, গরু ও ছাগলের মাংস দাম অপরিবর্তিত রয়েছে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক