আইকনিক রেল স্টেশনের উদ্বোধন কাল, ট্রেনে ১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার  

নিউজ টোয়েন্টিফোর

আইকনিক রেল স্টেশনের উদ্বোধন কাল, ট্রেনে ১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার  

জয়দেব দাশ

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ট্রেনের ঝকঝকাঝক শব্দে এসে পর্যটকরা পাবেন সমুদ্রের গর্জন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্টেশনটির উদ্বোধন করবেন। এরপর ১ ডিসেম্বর থেকে সর্বনিম্ন ভাড়া ১৮৮ টাকায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাতে পারবেন ভ্রমণপিপাসুরা।

 

শনিবার বাংলাদেশ রেলওয়ের আইকনিক স্টেশনটির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই স্টেশন থেকে নতুন লাইনে রামু যাবেন।

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ রেলওয়ের এই সম্প্রসারিত রেলপথ এবং আইকনিক স্টেশনে বদলে যাবে পর্যটন নগরীর ব্যবসা-বাণিজ্যসহ পর্যটন শিল্পের সার্বিক চিত্র।

প্রকল্প পরিচালক সুবক্তগীন জানান, ঢাকা থেকে সর্বনিম্ন ১৮৮ টাকায় পর্যটন নগরীতে রেলপথে পৌঁছাতে পারবেন যাত্রীরা। আগামী ১ ডিসেম্বর থেকে এ রুটে চালু হবে ট্রেন।

রেল সচিব ড. হুমায়ূন কবীর বলেন, আইকনিক স্টেশনটিতে পর্যায়ক্রমে চালু করা হবে যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ ও সুবিধা।

স্টেশনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে গিয়ে সেখানে কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পরে যোগ দেবেন জনসভায়।
news24bd.tv/আইএএম