অসম্ভবকে সম্ভব করার নেশায় টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

সংগৃহীত ছবি

অসম্ভবকে সম্ভব করার নেশায় টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় শেষ আফগানিস্তানের। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয় শেষ চার থেকে ছিটকেই দিয়েছে আফগানদের। তারপরও অসম্ভবকে সম্ভব করার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি।

আজ শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুধু কঠিন নয়, অসম্ভব এক সমীকরণকে মেলানোর চ্যালেঞ্জ নিয়ে নেমেছে আফগানিস্তান।

নিউজিল্যান্ড-পাকিস্তানকে টপকে শেষ চারে উঠতে হলে প্রোটিয়াদের বিপক্ষে অন্তত ৪৩৮ রানে হারাতে হবে রশিদ-নবীদের।

এ ম্যাচে কোনো পরিবর্তন না এনেই একাদশ সাজিয়েছে আফগানিস্তান। তবে একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। আগেই শেষ চার নিশ্চিত হওয়ায় এ ম্যাচে তাবরাইজ শামসি ও মার্কো ইয়ানসেনকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা।

 তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন আন্দাইল ফেলুকায়ো ও জেরাল্ড কোয়েৎজে।  

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম আলিখিল (উইকেটকিপার), মুজিব উর রহমান, নুর আহমদ, নভিন উল হক।  

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ড্যুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, আন্দাইল ফেলুকায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েৎজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

news24bd.tv/SHS