ফিলিস্তিন রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান খেলাফত আন্দোলনের

ফিলিস্তিন রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান খেলাফত আন্দোলনের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিকে রক্ষার জন্য সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে খেলাফত আন্দোলন। ফিলিস্তিনকে সেনা সাহায্য দেওয়ার কাথাও বলে সংগঠনটি।

খেলাফত আন্দোলন আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানিয়ে খেলাফত আন্দোলন নেতারা বলেন, তারা মানবতার কথা বললেও মানবতার বড় শত্রু।

ফিলিস্তিনকে রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান ও জানান তারা।

সংগঠনটির নেতারা বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে।

পরে, বায়তুল মোকাররম থেকে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।

news24bd.tv তৌহিদ