পাকিস্তানকে সেমিতে যাওয়ার ‘সহজ পথ’ দেখালেন ওয়াসিম

সংগৃহীত ছবি

পাকিস্তানকে সেমিতে যাওয়ার ‘সহজ পথ’ দেখালেন ওয়াসিম

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা শেষ করে দিয়েছে। অঙ্কের হিসেবে সামান্য সুযোগ অবশ্য বাবর আজমদের সামনে আছে।  

শুরুতে ব্যাট করে পাকিস্তানের অন্তত ৩০০ রান করতে হবে।

জিততে হবে ২৮৭ রানে। ইংল্যান্ড আগে ব্যাট করলে তাদের ১০০ রানের মধ্যে অলআউট করতে হবে এবং জিততে হবে ২.৫ ওভারের মধ্যে।  

বাস্তবে ইংল্যান্ডের বিপক্ষে ওভাবে জয়ের কোন সম্ভাবনা নেই। তবে সহজ একটা পথ বাতলে দিয়েছেন পাকিস্তানের  সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

কাজটা করতে পারলে পাকিস্তানের সেমির পথ আটকায় কে! 

ওয়াসিমের মতে, টস জিতলে শুরুতে ব্যাট করতে হবে পাকিস্তানের। তার মতে, খুব বেশি রানও করতে হবে না। শুধু টোটকা কাজে লাগাতে হবে।

আর তার টোটকা হলো, ইংল্যান্ডের ব্যাটিং শুরু হওয়ার আগে মাত্র ২০ মিনিট তাদের ড্রেসিংরুমে আটকে রাখতে হবে। আইসিসির ‘টাইমড আউট’ নিয়মে যেহেতু ক্রিজে এসে ব্যাট করার জন্য প্রস্তুত হতে প্রতি ক্রিকেটার ২ মিনিট করে সময় পান। ২০ মিনিট আটকে রাখলে ১০ ব্যাটার এমনিতেই আউট হয়ে যাবে।  

ওয়াসিম আকরাম যে মজা করেছেন এটা নিয়ে আলাদা করে কিছু না বললেও চলবে। পাকিস্তানের ‘এ স্পোর্টস’- এর দ্য প্যাভিলিয়ন শো’তে এভাবেই মজা করেছেন তিনি।     
news24bd.tv/AA