চারটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক

চারটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক

অনলাইন ডেস্ক

গাজার চারটি হাসপাতালকে ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালগুলো হলো- আল-রান্টিসি হাসপাতাল, আল-নাসর হাসপাতাল, সরকারি চক্ষু হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য হাসপাতাল।

ঘিরে রাখা এলাকাটিতে অনেক স্কুল এবং আবাসিক ভবনও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওই হাসপাতালে হাজার হাজার রোগী রয়েছে।

এছাড়া চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত মানুষ পানি ও খাবার ছাড়া হাসপাতালের ভেতরে আটকা পড়েছে।

আল-জাজিরা জানায়. ইসরায়েলি ট্যাঙ্কে ঘেরা আল-রান্টিসি পেডিয়াট্রিক হাসপাতাল উত্তর গাজায় অবস্থিত। এ হাসপাতালে গাজার একমাত্র চিকিৎসা সুবিধা যা ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, জ্বালানীর অভাবে হাসপাতালটি কাজ বন্ধ করে দেওয়া হয়।

ফলে ৩৮ জন ফিলিস্তিনি শিশু কিডনি জটিলতায় ভুগছে।

সূত্র- আল-জাজিরা

news24bd.tv তৌহিদ