নির্বাচনের তফসিল ঘোষণা হলেই হরতাল-অবরোধ: বাম জোট

সংগৃহীত ছবি

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই হরতাল-অবরোধ: বাম জোট

অনলাইন ডেস্ক

দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের জন্য সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, গণদাবি উপেক্ষা করে সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা প্রহসনমূলক নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাম গণতান্ত্রিক জোট সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ করবে। তফসিল ঘোষণার পরদিন থেকে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি শুরু হবে।

শুক্রবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে শহীদ নূর হোসেন চত্বরে পুস্পমাল্য অর্পণ করেন নেতারা। সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।  

news24bd.tv/AA