গাজীপুরের কারখানা পরিদর্শনে শিল্প পুলিশ

গাজীপুরের কারখানা পরিদর্শনে শিল্প পুলিশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের দীর্ঘদিন ধরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পরিস্থিতি ও কারখানা পরিদর্শন করেন শিল্প পুলিশের ডিআইজি।  

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তুসুকা কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তৃতীয় একটি পক্ষ। তবে খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় ডিআইজি আরও বলেন, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ কেন্দ্র করে ১২৩টি কারখানায় ভাঙচুরের ঘটনায় ২২টি মামলা করা হয়েছে।

৮৮ জন গ্রেপ্তার ও ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কতৃপক্ষ। তবে খুব দ্রুত কারখানা খোলার কথাও জানান তিনি।

এসময় তুসুকা কারখানার পরিচালক তারেক হাসান জানান, গত বৃহস্পতিবার দুপুরের পরে হঠাৎ করে শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, সে সময় কিছু শ্রমিক পরিচয় দিয়ে কারখানায় ভাঙচুর চালায়, এতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক