দলীয় ব্যর্থতার পুরো দায় নিলেন ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক

সংগৃহীত ছবি

দলীয় ব্যর্থতার পুরো দায় নিলেন ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ধরে রাখার মিশনে ভারত এসে চরম লজ্জার শিকার হয়েছে ইংল্যান্ড। ভয়াবহ এক বিশ্বকাপ কাটিয়েছে জস বাটলাররা। একটা সময় তো মনে হচ্ছিল, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির টিকিটও পাবে না তারা। তবে শেষ দুই ম্যাচ জিতে সেই শঙ্কা কাটিয়েছে তারা।

তবে দলের এমন অধঃপতনের পর ক্রিকেটারদের কোনো দায় দেখছেন না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি। এমনকি দলীয় ব্যর্থতার পুরো দায় নিয়েছে নিজের কাঁধে।

গত বুধবার ভারত আসেন কি। কলকাতায় গতকাল পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনাসূচক জয়টি মাঠে বসেই দেখেছেন।

এরপর আজ সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘ভুলটা তাদের নয়। কাউকে যদি দোষারোপ করতে হয়, তাহলে আমাকে করুন। ’

সব দায় কেন নিজের ওপর চাপালেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার, ‘জস বাটলার ও ম্যাথু মটের সমালোচনা আমি করতে পারি না। তাদের প্রতি কঠোর হওয়াও ঠিক হবে না। কারণ, দল ৫০ ওভারের সংস্করণকে বেশি গুরুত্ব দেবে নাকি টেস্ট ও টি২০কে, এমন সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। ’

গত এক বছরে ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার পূর্ণশক্তির ওয়ানডে দল নিয়ে খেলতে পেরেছেন মাত্র একটি সিরিজে। সেটাও গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, যা বিশ্বকাপের আগে তাদের শেষ সিরিজ ছিল। সেই কথাই মনে করিয়ে দিয়েছেন কি, ‘টেস্ট ক্রিকেটে তিনি প্রাধান্য দেওয়াতে  আমি সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে এসেছি। বিশ্বকাপের জন্য সেরা দলকে তাদের সঙ্গে প্রস্তুতির সুযোগ দিইনি। ’

ওয়ানডে বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের পর্যাপ্ত ওয়ানডে খেলতে না দেওয়াই ইংল্যান্ডের এমন ভরাডুবি বলে মনে করেন কি, ‘আমি অনেক ভুল করেছি। বিশেষ করে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বেশিই ভেবেছি। ভুল করার পরও ভেবেছিলাম এখানে (ভারতে) আসার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। ’

তিনি আরও বলেন, ‘আমি একরকম ধৃষ্টতা দেখিয়েছিলাম। ভেবেছিলাম, ৫০ ওভারের ক্রিকেট যথেষ্ট না খেললেও আমরা এতটাই ভালো দল যে পুরোনো অভ্যাসে ফিরে যাওয়া (আক্রমণাত্মক খেলা) কোনো ব্যাপার নয়। ’

news24bd.tv/SHS