গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস

গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস

অনলাইন ডেস্ক

হামাসের হামলায় প্রাণ গেল আরও পাঁচ ইসরায়েলি সেনার। এছাড়াও হামলায় ইসরায়েলের দুটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়।

সূত্র বলছে, আল-কাস্সাম ব্রিগেডের ফাঁদে পড়ে তাদের প্রাণ গেছে।

প্রতিরোধ সংগ্রামীদের টানেল মনে করে দখলদার সেনারা সেখানে গেলে বিস্ফোরণ ঘটে এবং তারা হতাহত হয়। এছাড়া গাজার অন্য এক স্থানে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় অপর এক ইসরায়েলি সেনা প্রাণ হারায়। এর আগে গতকালও ইসরাইলি বাহিনী গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল।

এদিকে, আজ হামাসের আল-কাস্সাম ব্রিগেডের সদস্যদের হামলায় দু'টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

গাজার দক্ষিণ-পশ্চিম অংশে 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে এসব ট্যাঙ্ক ধ্বংস করা হয়।

কয়েক দিন আগেই হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, তাদের মুক্তি সংগ্রামীরা ১৬০টির বেশি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বহু ট্যাংক রয়েছে।

তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজায় স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে গিয়ে তারা ব্যাপক মার খাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক