যে কারণে জিম্মি মুক্তির আলোচনা বাতিল করলো হামাস

সংগৃহীত ছবি

যে কারণে জিম্মি মুক্তির আলোচনা বাতিল করলো হামাস

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে হামাস।

আজ রোববার ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত দুইদিন ধরে নির্বিচারে আল-শিফা হাসপাতালের ভেতর হামলা চালাচ্ছে দখলদারবাহিনী ইসরায়েলি সেনারা। ইসরায়েলের দাবি এ হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার আছে।

যদিও হামাস সবসময় এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এছাড়া ইসরায়েলও এ দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি।

এর আগে, রোববার সকালে ইসরায়েলের তিনটি টিভি চ্যানেল জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে ৫০ থেকে ১০০ জনকে ছেড়ে দিতে পারে এবং এ ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছিল বলেও জানিয়েছিল গণমাধ্যমগুলো।

ইসরায়েলি এসব টিভির প্রতিবেদনে আরও জানানো হয়েছিল, হামাস জিম্মিদের মুক্তি দিলে, ইসরায়েল অবৈধভাবে তাদের কারাগারে বন্দি থাকা কিছু ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানিও প্রবেশ করতে দেবে তারা।

news24bd.tv/SHS