বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদল নেতা মামুন আটক

প্রতীকী ছবি

বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদল নেতা মামুন আটক

নাঈম আল জিকো

যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব-১। আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক করা হয় তাকে।

আজ সোমবার সকালে এসব কথা জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোসতাক আহমেদ।

র‍্যাব জানায়, মামুন মজুমদার নামে সেই ব্যক্তি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, মামুন নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রোল নিয়ে প্রজাপতি নামের ওই বাসটিতে চড়ে বসে। সকালে বাসটি আব্দুল্লাহপুর আসলে পেছনে সিটে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় র‍্যাবের নজরদারিতে ধরা পড়েছে।

সোহেল রানা নামে তার আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোসতাক আহমেদ।  

news24bd.tv/TR