বাবা-ভাইদের কথা স্মরণ করে কেঁদে ফেললেন শেখ হেলাল

বাবা-ভাইদের কথা স্মরণ করে কেঁদে ফেললেন শেখ হেলাল

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যার শিকার অন্যতম একজন শেখ আবু নাসের। যিনি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচা এবং সংসদ সদস্য শেখ হেলালের পিতা।

সোমবার খুলনায় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাবার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন শেখ নাসেরের পুত্র শেখ হেলাল।

এসময় ছোটভাই শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামালের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেখ হেলাল বলেন, এই বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল অপকর্ম রুখে দেয়ার জন্য। যারা জাতীর জন্য জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে গেছে তাদের স্মরণ করি শ্রদ্ধাভরে।

তিনি বলেন, আমি শুধু বলতে চাই নির্বাচনের সময়ে এসে গেছে।

খালেদা জিয়া এই খুলনা থেকে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই মোংলা পোর্ট এখন বাংলাদেশের সম্ভাবনার জায়গা।

news24bd.tv/FA