প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  সব পক্ষকে শর্তহীন সংলাপের আহ্বানও জানান তিনি।  আজ সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বসতে চান মার্কিন এই রাষ্ট্রদূত।

 মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে পছন্দ করে না বলেও ওই বিবৃতিতে বলা হয়।

এছাড়া যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে চায় তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ বহাল থাকবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

news24bd.tv/SHS