পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরলেন যুক্তরাজ্যর সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরলেন যুক্তরাজ্যর সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

অনলাইন ডেস্ক

ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে বরখাস্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমান। পরিবর্তন আনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর পদেও। এবার এই পদে আসীন হলেন ২০১১-১৬ সময়কালীন যুক্তরাজ্যের সাবের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের মধ্যদিয়ে আবারও রাজনীতিতে ফিরলেন তিনি।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে ফিনান্সিয়াল টাইমস।

ডেভিড ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি।

news24bd.tv/FA