শাহীন-হারিসদের ব্যর্থতায় দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের বোলিং কোচ

সংগৃহীত ছবি

শাহীন-হারিসদের ব্যর্থতায় দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের বোলিং কোচ

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং লাইনআপ নিয়েই ভারত বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। তবে প্রত্যাশা মেটাতে পারেননি শাহীন আফ্রিদি, হারিস রউফরা। তারা উইকেট পেয়েছেন ঠিকই, তবে সঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি। ফলে বিশ্বকাপে সুবিধা করতে পারেনি পাকিস্তান।

বাদ পড়ে যায় সেমিফাইনালের আগেই।

এদিকে, পেসারদের ব্যর্থতায় পাকিস্তানের পেস বোলিং কোচের পদ ছাড়লেন মরনে মরকেল।  দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার গত জুনে দায়িত্ব নিয়েছিলেন। মরকেলের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ছয় মাসের।

সামনের মাসেই তার মেয়াদ শেষ হতো। কিন্তু সে পর্যন্ত না থেকে এই দক্ষিণ আফ্রিকান নিজ থেকেই দায়িত্ব ছেড়েছেন।

আগামী ডিসেম্বরেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান। সেখানে আফ্রিদি, হারিস রউফদের দায়িত্বে নতুন কাউকেই হয়তো দেখা যাবে।

news24bd.tv/SHS