বাংলাদেশের মানবাধিকারের প্রশংসা জাতিসংঘের নব্বই শতাংশ দেশের

সংগৃহীত ছবি

কনফারেন্স পরবর্তী সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী

বাংলাদেশের মানবাধিকারের প্রশংসা জাতিসংঘের নব্বই শতাংশ দেশের

নিজস্ব প্রতিবেদক

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পিরিয়ডিকাল রিভিউয়ে (ইউপিআর) মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় অনুষ্ঠিত ইউপিআর বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় চতুর্থবারের অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে এসব বলেন আইনমন্ত্রী আনিসুল হক। কনফারেন্স শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নব্বই শতাংশ দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করে আরও শক্তিশালী করতে গঠনমূলক সুপারিশ করেছে।

তিনি বলেন, গুম, হত্যা, নিপীড়ন কিংবা খালেদা জিয়ার বিষয়ে যেসব দেশের প্রশ্ন ছিলো বাংলাদেশের উত্তর ও ব্যাখ্যা শোনার পর তাদের প্রশ্ন করার সুযোগ ছিলো, কিন্তু কোনো প্রশ্ন করেননি।

আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়টি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কয়েকটি দেশের প্রশ্ন ছিলো। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ীই হবে।

news24bd.tv/FA