এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল

এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল

অনলাইন ডেস্ক

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও বাড়িয়ে ১৯ নভেম্বর পর্যন্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ২০ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ নভেম্বর হতে ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

একই সঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।

এর আগে গত ৭ নভেম্বর বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা একদিন বাড়ানো হয়। ফলে ৮ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ফরম পূরণ ও ৯ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পান।

গত ৩০ অক্টোবর অনলাইনে এসএসসি পরীক্ষার পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

প্রথম দফা বিজ্ঞপ্তিতে ৭ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সুযোগ দেয় শিক্ষা বোর্ড। পরে তা আরও একদিন বাড়ানো হয়।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক