চলে গেলেন সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন

চলে গেলেন সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন

অনলাইন ডেস্ক

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ড. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায় নিজ বাসভবনে মেঝেতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে (মহাদেবপুর-বদলগাছী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আকরাম হোসেন চৌধুরী।

তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।

আগামী নির্বাচনে আবারো দলীয় মনোনয়ন পেতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

প্রয়াত সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসেন বলেন, বিকেলে নওগাঁ শহরে জানাজা শেষে মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলে প্রয়াত নেতার নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক