আজও মিরপুরে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

সংগৃহীত ছবি

আজও মিরপুরে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

মাসুদা লাবনী

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে মজুরি বাড়ানোর দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকালে মিরপুর ১৪ নম্বরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এরপর তারা মিরপুর ১৩ হয়ে মিছিল নিয়ে ১০ নম্বর অবস্থান নেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 মূল সড়কসহ আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজটের।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পোশাক শ্রমিকদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন কিন্তু আন্দোলন করতে পুলিশ হয়রানি করছে।

 

news24bd.tv/TR