জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ, সন্ধ্যায় সিইসির ভাষণ

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ, সন্ধ্যায় সিইসির ভাষণ

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবারই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।  সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

এর আগে, গতকাল মঙ্গলবার মো. জাহাংগীর আলম জানান, ৭০ (১৯৭০ সাল) পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন।

এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

ইসি কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে। তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিকনির্দেশনাসহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি।

বিটিভিকে এ বিষয়ে জানানো হয়েছে কি না এবং তফসিল কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বুধবার (১৫ নভেম্বর) আপনাদের (সাংবাদিকদের) চায়ের আমন্ত্রণ। কবে, কখন, কীভাবে তফসিল দেওয়া হবে, তা সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব।

সেই ব্রিফিংয়েই কিছুক্ষণ আগে ইসি সচিব নিশ্চিত করলেন, আজই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

news24bd.tv/SHS