মিরপুরে খুলেছে কারখানা, কাজে ফিরেছেন প্রায় শতভাগ পোশাকশ্রমিক

পোশাক শ্রমিকদের আন্দোলন (পুরোনো ছবি)

মিরপুরে খুলেছে কারখানা, কাজে ফিরেছেন প্রায় শতভাগ পোশাকশ্রমিক

মাসুদ সুমন

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে শিল্প এলাকাগুলোতে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ শান্ত হয়ে এসেছে। কাজে ফিরেছেন প্রায় শতভাগ শ্রমিক।  

মিরপুরের প্রায় সব কারখানা খুলেছে। মঙ্গলবার থেকে পুরোদমে চলছে উৎপাদন।

এদিন অল্পকিছু কারখানা বন্ধ থাকলেও আজ বুধবার সেগুলো চালু হয়েছে।

সোমবার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে কাজে ফেরার আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা জানান, তাদের দাবি যেন পুনর্বিবেচনা করা হয়। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে বর্তমান বেতনে হিমশিম খেতে হয় তাদের।

এদিকে শ্রমিকদের কাজে ফেরায় সাধুবাদ জানিয়েছে মালিক পক্ষ।

বলছেন, মজুরি বৃদ্ধির দাবিতে ব্যবসায়ী সংগঠন ও সরকার যে সিদ্ধান্ত নিবেন তা মেনে নেবেন তারা। তবে যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মিরপুর ১০, ১১, ১৩ নম্বরসহ প্রায় সব এলাকাতেই সতর্ক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এছাড়াও পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

news24bd.tv/TR