দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ আয়োজিত কুরআনের নূর 

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ 

দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ আয়োজিত কুরআনের নূর 

অনলাইন ডেস্ক

দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ আয়োজিত কুরআনের নূর। সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় মুসল্লি কমিটি। এতে বলা হয় আগামী ২৩ নভেম্বর  থেকে বিভাগীয় পর্যায়ে অডিশন শুরু হবে।  

এর আগে ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রায় ৩০ পারা কুরআনের হাফেজের অংশগ্রহণে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে ১১ টি বিভাগে ভাগ করে প্রত্যেকটি বিভাগে পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে বিজয়ী প্রথম ৫৪ জনকে পুরষ্কার ও সম্মাননা দেয়া হয়।  

এর মধ্যে প্রথম বিজয়ীকে ১০ লাখ, দ্বিতীয় ৭ লাখ ও তৃতীয় পুরষ্কার দেওয়া হয় ৫ লাখ টাকা ও সম্মাননা।  চতুর্থ ও পঞ্চম পুরষ্কার  হিসেবে ২ লাখ টাকা ও সম্মাননা দেয়া হয়।

এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম বিজয়ীকে এক লাখ টাকা ও সম্মাননা দেয়া হয়।  

এছাড়া বিজয়ী ৮ হাফেজ কে সম্মাননা দেওয়ার পাশাপাশি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর নির্দেশনায় ৮ হাফেজকে বাবা মাসহ ওমরা হজ পালনের জন্য পাঠানো হয়।

news24bd.tv/কেআই