গাজীপুরের সাফওয়ান ফয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে 

গাজীপুরের সাফওয়ান ফয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্র এলাকায় সাফওয়ান ফয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণটার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টা ১০ মিনিটে সাফওয়ান ফয়েল কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাত একটা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। প্রথমে কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।

পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায়  কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা দেখে জিরাবো ফায়ার স্টেশন, সারাবো ফায়ার স্টেশন, মির্জাপুর ফায়ার স্টেশন, ইপিজেড ফায়ার স্টেশনসহ মোট ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

news24bd.tv/TR