কয়লা খ‌নির ভূগ‌র্ভে বিদেশি শ্র‌মিক নিহত

কয়লা খ‌নির ভূগ‌র্ভে শ্র‌মিক নিহত

কয়লা খ‌নির ভূগ‌র্ভে বিদেশি শ্র‌মিক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকু‌রিয়া কয়লা খ‌নির ভূগ‌র্ভে কাজ করার সময় এক চাই‌নিজ শ্র‌মিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাত তিনটার দিকে খনির ভূ-গর্ভে রুপ-ফল্ট হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান।

তিনি জানান, বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করছিলেন ওই চাইনিজ শ্রমিক।

হঠাৎ করে পাথরচাপা পড়ে নিহত হন তিনি। আহত হয়েছেন স্থানীয় আরেক শ্রমিক।

কয়লা খনির অভ্যন্তরে কাজ করা শ্রমিকরা জানান, ভোরে ভূগর্ভের ভেতরে কাজ করার সময় হঠাৎ সাপোর্ট খুলে গিয়ে কয়লা ও মাটি ধসে পড়ে। এ সময় চাপা পড়ে এক চাইনিজ ও এক বাংলাদেশি শ্রমিক।

এতে মারা যায় চাইনিজ শ্রমিক সান জিং সেং।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বলেন, আহত বাংলাদেশি শ্রমিককে খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(নিজউ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)