শ্রম আইন বাস্তবায়নে সরকার আন্তরিক, ইইউ'কে জানালেন সচিবরা

ফাইল ছবি

শ্রম আইন বাস্তবায়নে সরকার আন্তরিক, ইইউ'কে জানালেন সচিবরা

নিজস্ব প্রতিবেদক

শুধু শ্রম আইন সংশোধন নয়, তার বাস্তবায়নেও সরকার আন্তরিক বলে ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৫ নভেম্বর) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে জিএসপি প্লাস নিয়েও আলোচনা হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী সরকার নির্বাচিত হবে বলে প্রত্যাশা তাদের।

যুক্তরাষ্ট্রের চিঠি পেয়ে কাদের বললেন সংলাপের সুযোগ নেই

পররাষ্ট্র সচিব বলেন, শ্রমিক আন্দোলনের সময়টি কাকতালীয়।

রাজনীতির সাথে এর সম্পর্ক নেই বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।

এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহীর সঙ্গে বৈঠকে মিলিত হন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৬ সদস্য। ইইউ'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা প্যাম্পেলোনি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রোববার (১২ নভেম্বর) ৫ দিনের সফরে ঢাকায় আসেন ইইউ প্রতিনিধি দলের সদস্যরা।

ইতোমধ্যে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

news24bd.tv/FA