আইএলও কনভেনশন মেনে শ্রম আইন সংশোধনের তাগিদ ইইউ'র

ফাইল ছবি

ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

আইএলও কনভেনশন মেনে শ্রম আইন সংশোধনের তাগিদ ইইউ'র

নিজস্ব প্রতিবেদক

আইএলও থেকে শ্রম আইনের ব্যাপারে যেসব অবজারভেশন দিয়েছে সেটার অগ্রগতি কতটুকু হয়েছে এ ব্যাপারে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। একইসাথে জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে সেগুলোর অগ্রগতিও জানতে চায় তারা।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব বলেন। তিনি আরও বলেন, শ্রম আইন নিয়ে যে আইনটি হয়েছে সেখানে ইউ এর প্রতিনিধিদের আপত্তি আছে।

এখানে আইএলও'র অবজারভেশনগুলো যুক্ত করে একটা ইনক্লুসিভ আইন করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে সেগুলোর অগ্রগতি নিয়ে কাজ চলছে এটা তাদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে  কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নিয়ে কথা হয়নি, কিন্তু তারা তাগিদ দিয়েছে আইএলও কনভেনশন মেনে শ্রম আইনটি সংশোধন করার জন্য এবং জিএসপির ব্যাপারেও একইমত তাদের।

news24bd.tv/FA